টিকিটের টাকা বাঁচাতে দুর্ভোগে হজযাত্রীরা
টিকিট থেকে কিছু টাকা বাঁচানোর পরিকল্পনার কারণে ভোগান্তিতে পড়েছেন হজযাত্রীরা। কম টাকায় টিকিট পাওয়া যাবে এজেন্টদের এরকম পরিকল্পনার কারণে এখনাে ঢাকা ত্যাগ করতে পারেননি অনেক হজযাত্রী।
রাজধানীর বিমানবন্দরের পাশে অবস্থিত আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরত কয়েকজন হাজির কাছ থেকে এরকম তথ্য পাওয়া গেছে।
কুড়িগ্রাম থেকে গত ১৮ আগস্ট আশকোনা হজ ক্যাম্পে এসেছিলেন মো. খামির উদ্দিন। একসঙ্গে ২৭ জন হজযাত্রী ঢাকায় আসলেও মাত্র ৯ জনকে বৃহস্পতিবার পর্যন্ত পাঠানো সম্ভব হয়েছে। সুবর্ণলতা এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ ৩১ আগস্ট তাদের ফ্লাইট হতে পারে বলে আশ্বাস দিয়েছে।
এই হজযাত্রী জানান, ঈদের সময় টিকিটের দাম একটু বেশি থাকে। একইভাবে শুরুর সময়টাতে সৌদি যেতে টিকিটের দামও একটু বেশি পড়ে। তবে কয়েকদিন পর টিকিটের দাম কিছুটা কমে যায়।
তিনি জানান, কম দামি টিকিট ক্রয় করা যাবে এই চিন্তা থেকে এজেন্টরা তাদেরকে এই তো টিকিট হচ্ছে, হয়ে যাবে ইত্যাদি নানা আশ্বাস দিয়ে যাচ্ছেন। তবে বার বার আশ্বাস দেয়ার পরও টিকিট না হওয়ায় এজেন্টরা তাদের ভুল স্বীকার করছেন।
এদিকে খামির উদ্দিনের মতো এরকম অনেক হজযাত্রীই রয়েছেন যারা গত ১৮,১৯ ও ২০ আগস্ট আশকোনা হজ ক্যাম্পে এসে হাজির হলেও এখনো তাদের টিকিট পাননি।
এজেন্টদের পক্ষ থেকে টিকিট হয়ে যাবে বলা হলেও কম টাকায় টিকিট কেনার পরিকল্পনার কারণেই বিলম্ব হচ্ছে বলে মনে করেন কয়েকজন হজযাত্রী।
এমএম/এসকেডি/এমএস