দরিদ্রদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

নগর দরিদ্রদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব বাসস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বারসিক নামক সংগঠন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে পবা ও বারসিক’র যৌথ আয়োজনে ‘নিম্ন আয়ের মানুষের আবাসন : পরিবেশ দূষণ ও পরিকল্পিত নগরী’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়।

সেমিনারে পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত নগরীর জন্য নিম্ন আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা।

বক্তারা বলেন, ঢাকা নগরের তিন ভাগের একভাগ মানুষ বস্তিবাসী ও ভাসমান, যারা এই নগরকে সচল রাখে, কিন্তু এ নগর তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। একের পর এক বস্তি উচ্ছেদ, অগ্নিকাণ্ড, হামলা করে বস্তিবাসীদের বিতাড়ন করা হয়। তাই সরকারের উচিত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে বস্তিবাসীরা সংগঠিত হতে হবে এবং দাবি তুলে ধরতে হবে।

তারা বলেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে বস্তিবাসীদের এই পরিকল্পনার বাইরে রাখলে চলবে না। বস্তির সাধারণ মানুষই এই নগরের সব কিছুই পরিচালনা করেন। পরিবেশ সুরক্ষার জন্য বস্তিবাসীদের পরিকল্পিতভাবে আবাসন সুবিধার মধ্যে আনতে হবে। অপরিকল্পিত আবাসন এ শহরের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই বস্তিবাসীসহ সবার জন্যই পরিকল্পিত আবাসনের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, পরিবেশ বিপর্যয় ও নগর দারিদ্র্য ঢাকার জনজীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। অতি সম্প্রতি ঘটে যাওয়া চকবাজারের নিদারুণ অগ্নিকাণ্ডের যন্ত্রণা আমাদের আরও বেশি প্রশ্নবিদ্ধ করছে। আরবান স্টাডিজ ২০০৫ সালের হিসাব মতে মোট বস্তিবাসীর সংখ্যা ছিল ৩৪ লাখ ২০ হাজার ৫২১ জন, যা ঢাকার মোট জনসংখ্যার ৩৭ দশমিক ৪ শতাংশ। গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরের অধিকাংশ বস্তি ব্যক্তি মালিকাধীন। বাকিগুলো সরকারি জায়গায় গড়ে উঠেছে। বেশ কিছু মানুষ ভাসমান অবস্থায় থেকে জীবন চালিয়ে যাচ্ছেন।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, নগর পরিকল্পনাবিদ হিসাম উদ্দিন চিশতী, জাহাঙ্গীর আলম, আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, পবার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কুলসুম বেগম, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।

এএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।