‘ভোট শুরুর আগেই যেন ব্যালট বাক্স না ভরে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শুরুর আগেই যাতে ব্যালট বাক্স ভর্তি না হয়, সেদিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভবনে এ নির্দেশ দেন কবিতা খানম। উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ নির্দেশনা দেন।

কবিতা খানম বলেন, ‘কোনো ভোটার যাতে ভোট দিতে এসে বঞ্চিত হয়ে ফিরে না যায়। সেটা দেখার দায়িত্ব আপনাদের। আমি বলতে চাই, ভোটগ্রহণ শুরুর আগেই যেন ব্যালট বাক্স ভর্তি না হয়, সেদিকে অবশ্যই সতর্ক থাকবেন।’

ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভর্তির বিষয়টিকে ছোট করে দেখবে না ইসি বলেও জানান কবিতা খানম।

এই কমিশনার বলেন, ‘সব রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কিন্তু অভাব নেই। কারও দ্বারা প্রভাবিত না হয়ে, কোনো ধরনের চাপের মুখোমুখি না হয়ে কাজ করবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, নির্বাচন কমিশন যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়।’

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ১০ মার্চ।

পিডি/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।