দগ্ধদের দেখলেন, পুনর্বাসনের কথা বললেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ঢামেকের বার্ন ইউনিটে ৫ মিনিট দগ্ধদের খোঁজখবর নিয়ে নিচে সংবাদ সম্মেলন করতে আসেন তিনি।

এ সময় তিনি বলেন, 'এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দগ্ধদের দেখে এসেছি। তাদের ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।’

এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য কী উদ্যোগ নেয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, 'তাদের যতদূর সম্ভব পুনর্বাসনের বিষয়ে আমরা আলোচনা করব।'

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমও সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজী ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় দুইটি হেলিকপ্টারও। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জনকে চিকিৎসা দেয়া হয় বার্ন ইউনিটে। বর্তমানে ঢামেকে ২ জন আহত ও ৭ জন দগ্ধ চিকিৎসাধীন আছেন।

এআর/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।