প্রথমবারের মতো ঢাকায় ইউনিসেফ প্রধান
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর। চার দিনের সফরে তিনি সোমবার ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, হেনরিয়েটা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। সেখানে বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করার কথা রয়েছে তার। আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তিনি।
সফরকালে সরকারের উচ্চপর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ইউনিসেফ প্রধান হেনরিয়েটার।
বাংলাদেশ সফরের আগে গত জানুয়ারিতে ইউনিসেফ প্রধান নির্বাহী হেনরিয়েটা মিয়ানমার সফর করেন। গত ৩০ বছরে এটাই কোনো ইউনিসেফের প্রধানের মিয়ানমার সফর।
জেপি/বিএ