বিডিআর বিদ্রোহের দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৫ অক্টোবর ২০১৪
ফাইল ফটো

পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জোয়ানের নাম আবদুস সোবহান হাওলাদার (৬৩)। পটুয়াখালীর বাউফল উপজেলায় তার বাড়ি। আবদুস সোবহানের হাজতি নম্বর ছিল ২০৮৩/এ।
 
আবদুস সোবহানের ছেলে মিরাজ জানান, তিনি (সোবহান) দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন। গত রোববার চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এর আগেও সোবহানকে দুবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন কারারক্ষী জাকারিয়া হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।