নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ট্রাক, বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদ ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরিদুল ইসলাম (২৫) মারা যান।
সোমবার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার রায়পুর স্টেশনস্থ মোজাহের মেম্বারের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারে পড়তেন।
স্থানীয় সূত্র জানায়, ফরিদুল ইসলাম ভোরে ফজর নামাজ শেষ করে বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের মূল ফটকে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ট্রাকটিও, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
আবু আজাদ/জেএইচ/পিআর