বাংলাদেশের যুব সমাজের প্রতি আস্থা রাখার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের যুব সমাজের প্রতি আস্থা রাখতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

রোববার প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে শূন্য অভিবাসন ব্যয়ে প্রেরিতব্য ৩য় ব্যাচের টেকনিক্যাল ইন্টার্নদের জাপান গমন উপলক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

আইএম জাপানের প্রতিনিধিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের যুব সমাজের প্রতি আস্থা রাখুন।

জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তিনি বলেন, জাপানে বাংলাদেশের শ্রম বাজার শিগগিরই সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, আইএম জাপান-এর সিইও কিয়োই ইয়ানাগিসাওয়া এবং টেকনিক্যাল ইন্টার্নদের মধ্যে বক্তব্য রাখেন নাসরীন আক্তার, খুশবু আক্তার ও জিয়াউর রহমান প্রমুখ।

রৌনক জাহান বলেন, কাজকে ভালোবেসে সেদেশের কৃষ্টি-কালচার ও পরিবেশের সাথে মানিয়ে নিয়ে জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে।

আইএম জাপানের সিইও কিয়োই ইয়ানগিসাওয়া বলেন, বিনা পয়সায় জাপানে গমনের সুযোগ দেয়ার অন্যতম কারণ হল- দক্ষতা অর্জন ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে।

জেপি/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।