জরুরি বৈঠকে বেবিচক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

শাহ আমানতে জিম্মি সংকটের ঘটনায় জরুরি বৈঠকে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে কীভাবে অস্ত্রধারী এয়ারক্রাফটে উঠেছে সেটি ক্ষতিয়ে দেখতেই এ বৈঠক বলে জানা গেছে।

বেবিচক সদস্য (নিরাপত্তা) এমদাদুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বেবিচক প্রধান কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জিম্মি সংকটের অবসান হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৩০ যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পাইলট-কেবিন ক্রু সবাই নিরাপদে আছেন।

এর আগে বিকেলে ঢাকা থেকে উড্ডয়নের পর ছিনতাইয়ের কবলে পড়ে এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সিভিল অ্যাভিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ৭টা ১৭ মিনিটে অভিযান পরিচালনা করে। এটি শেষ হয় ৭টা ২৫ মিনিটে। এ সময় ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়।

আরএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।