দেশে ১২ লাখ ৬১ হাজার ৭৪০ একর খাস জমি : ভূমিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

দেশে মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি রয়েছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক ও চলমান জরিপে ১৩টি সেটেলমেন্ট জোনে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি চিহ্নিত হয়েছে।’

ভূমিমন্ত্রী জানান, খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য ‘কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ অনুসরণ করা হয়। গত অর্থ বছরে খাস জমি লিজ/বন্দোবস্ত দিয়ে ২৮৯ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৪৩ দশমিক ২৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

তিনি জানান, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেওয়ানী মামলায় নিষেধাজ্ঞা থাকায় ও লিজ গ্রহীতারা লিজ মানি পরিশোধ না করায় ১ কোটি ৩৯ লাখ পঞ্চান্ন হাজার ১০০ টাকা বকেয়া রয়েছে।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।