শ্রম অভিবাসনকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘শ্রম অভিবাসনকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। সব অংশীজনের সহযোগিতায় শ্রম অভিবাসন আরো মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে।’

রোববার প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে জাতীয় শ্রম অভিবাসন ফোরামের সামাজিক সংলাপে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি এসব বলেন।

তিনি আরও বলেন, ‘কর্মী প্রেরণের সব প্রক্রিয়া অনলাইনভিত্তিক করতে হবে। কর্মী প্রেরণের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনান হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও ফোরামের সদস্য সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহ্তাব জাবিন, উন্নয়ন সহযোগী ও সিভিল সোসাইটির প্রতিনিধিরাও সামাজিক সংলাপে উপস্থিত ছিলেন।

জেপি/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।