ভেতরে গুলি-ছোটাছুটি আর কান্নার আওয়াজ হচ্ছিল
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির ভেতরের পরিস্থিতি নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন এক যাত্রী।
ইভা নামের ওই যাত্রী ফ্লাইট থেকে নিরাপদে নেমে ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ফ্লাইটে হঠাৎ গুলির শব্দ শুনি। তখন সবাই ছোটাছুটি শুরু করে। প্লেনটিও উঁচু-নিচু করছিল। যাত্রীরা সবাই কান্নাকাটি শুরু করে, দোয়া-দরুদ পড়ে।’
‘আমরা ভেবেছিলাম, প্লেনে হয়তো আগুন লেগেছে। তখন দেখি, এয়ার হোস্টেজরাও যাত্রীদের সিটে সিটবেল্ট বেঁধে বসা। অনেকক্ষণ এমন পরিস্থিতি থাকার পর প্লেনটি ল্যান্ড করে।’
আপনারা কি ছিনতাইকারীকে দেখতে পেরেছেন- উত্তরে তিনি বলেন, ‘না আমরা দেখতে পারি নাই। বুঝি নাই। সবাই ভয়ে ছিলাম। শুনেছি পাইলটকে আটকে রেখেছে। প্রথমে গেট দিয়ে নামতে পারি নাই। পরে প্লেনের পাশের জরুরি গেট দিয়ে আমাদের নিচে নামানো হয়।’
#BG147 on the tarmac at #Chittagong airport after pilot made emergency landing following #hijack attempt. Passengers off the aircraft; crew members reportedly hostage #Biman #BG147Hijack
— Vibhu Mishra (@bullet350) February 24, 2019
Video shared by @sufian_reporter pic.twitter.com/0NwJ47JO0t
জেপি/এমএআর/পিআর