ভেতরে গুলি-ছোটাছুটি আর কান্নার আওয়াজ হচ্ছিল

জেসমিন পাপড়ি
জেসমিন পাপড়ি জেসমিন পাপড়ি , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির ভেতরের পরিস্থিতি নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন এক যাত্রী।

ইভা নামের ওই যাত্রী ফ্লাইট থেকে নিরাপদে নেমে ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ফ্লাইটে হঠাৎ গুলির শব্দ শুনি। তখন সবাই ছোটাছুটি শুরু করে। প্লেনটিও উঁচু-নিচু করছিল। যাত্রীরা সবাই কান্নাকাটি শুরু করে, দোয়া-দরুদ পড়ে।’

‘আমরা ভেবেছিলাম, প্লেনে হয়তো আগুন লেগেছে। তখন দেখি, এয়ার হোস্টেজরাও যাত্রীদের সিটে সিটবেল্ট বেঁধে বসা। অনেকক্ষণ এমন পরিস্থিতি থাকার পর প্লেনটি ল্যান্ড করে।’

আপনারা কি ছিনতাইকারীকে দেখতে পেরেছেন- উত্তরে তিনি বলেন, ‘না আমরা দেখতে পারি নাই। বুঝি নাই। সবাই ভয়ে ছিলাম। শুনেছি পাইলটকে আটকে রেখেছে। প্রথমে গেট দিয়ে নামতে পারি নাই। পরে প্লেনের পাশের জরুরি গেট দিয়ে আমাদের নিচে নামানো হয়।’

জেপি/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।