১৩ বছরে মাথাপিছু আয় বেড়েছে ১২২৪ ডলার
১৩ বছরের ব্যবধানে দেশে মাথাপিছু জাতীয় আয় বেড়েছে এক হাজার ২২৪ মার্কিন ডলার।
রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিসংখ্যান ব্যুরোতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ : পরিসংখ্যানের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (উপ সচিব) মো. দিলদার হোসেন।
তার তথ্য মতে, মাথাপিছু জাতীয় আয় ২০০৫ সালে ছিল ৫২৭ মার্কিন ডলার। ২০০৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৮৬ ডলার। এর ১০ বছরের ব্যবধানে ২০১৮ সালে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে এক হাজার ৭৫১ ডলার।
২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, ২০১০ সালে তা কমে দাঁড়ায় ৩১.৫ শতাংশে। এরপর আট বছরে দারিদ্র্যের হার কমে ২০১৮-তে দাঁড়ায় ২১.৮ শতাংশ।
জিডিপির প্রবৃদ্ধির হার ২০০৫ সালে ছিল ৬.৫৪ শতাংশ। ২০০৮ সালে তা কমে দাঁড়ায় ৫.০৫ শতাংশে। ২০১৮ সালে আবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৮৬ শতাংশ।
এ ছাড়া ২০০৫ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৬৫.২ বছর, ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছরে।
দিলদার হোসেন বলেন, ‘আগে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরতো। এতে নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে ঝামেলায় পড়তে হতো। কিন্তু পরিসংখ্যান ব্যুরো এখন অনেক শক্তিশালী হওয়ায় সেই সমস্যা অনেকটাই কেটে গেছে।’
পিডি/এএইচ/জেআইএম