প্রধানমন্ত্রীর অনুদান পেলেন চকবাজারে দগ্ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সহায়তা তুলে দেন।

jagonews

এরআগে ডা. সামন্ত লাল জানিয়েছিলেন, বার্ন ইউনিটে ৯ জন এবং দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ১১ জনের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। এ সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ের বাইরে।

চিকিৎসাধীনদের মধ্যে ১০ জনের পরিবারের সদস্যের হাতে ও একজন রোগীর হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়।

jagonews

উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুযারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন।

এমএএস/এনএফ/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।