ঢামেকের বাথরুম থেকে ৮০০ গ্রাম ওজনের নবজাতক উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার ভোর ৬টার দিকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের ওই বাথরুম থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে শিশুটি।

ঢামেকে দায়িত্বরত আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মোসলেম উদ্দিন জানান, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর স্বজনরা ওই নবজাতককে দেখতে পেয়ে খবর দিলে আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা তাকে উদ্ধার করে। এরপর তার ওজন মেপে দেখা যায়, ৮০০ গ্রাম।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।