‘কেমিক্যাল যুক্ত কারখানা নিরাপদ স্থানে সরাতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

চকবাজারের কেমিক্যাল কারখানা নিরাপদ স্থানে সরাতে হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শেষে ১৪ দলের প্রতিনিধি দল এ মন্তব্য করেন। এ সময় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদ নেতা নাদের চৌধুরী, জেপি নেতা এজাজ আহমেদ মুক্তার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, সদস্য হামিদুল কিব্রিয়া চৌধুরী প্রমুখ।

তারা ক্ষোভের সঙ্গে বলেন, ২০১০ সালে নিমতলীতে একই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ১২৪ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনা থেকে শিক্ষা নিলে চকবাজারে পুনরাবৃত্তি হতো না। এখন পর্যন্ত ৭৮ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেলেও এর সঠিক সংখ্যা এখন নিরূপণ সম্ভব হয়নি। তদন্ত কমিটির অনুসন্ধানে প্রকৃত সংখ্যা বেরিয়ে আসবে বলে মনে করেন তারা।

প্রতিনিধি দল মনে করে, আবাসিক এলাকায় দাহ্য পদার্থ রাখা উচিত নয়, অবিলম্বে এসব কেমিক্যাল কারখানা নিরাপদ স্থানে সরাতে হবে।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।