১৩ এজেন্সিকে হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

 

গতবছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ১৩ হজ এজেন্সিকে আসন্ন (২০১৯) হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মাধ্যমে এ বিরোধ নিষ্পত্তি করা হয়।

এজেন্সিগুলো হলো- দারুস সুন্নাত ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস লিমা ট্রাভেল এজেন্সি মাতুয়াইল ট্রাভেলস আইমান ইন্টারন্যাশনাল সঞ্জারি টাওয়ার তৌসিফ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস সেতুর ট্রাভেল অ্যান্ড ট্যুরস নরসিংদী এয়ার সার্ভিসেস বাবু সালাম, কপোতাক্ষ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস, রয়েল এয়ার সার্ভিসেস অ্যান্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও জুয়েল এভিয়েশন সার্ভিসেস। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শিব্বীর ওসমানী স্বাক্ষরিত চিঠিতে এজেন্সিকে আসন্ন কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হয়।

এজেন্সি সমূহের বিরুদ্ধে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুতর অভিযোগ না থাকায় এজেন্সি ২০১৯ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হয়

এমইউ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।