বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম


প্রকাশিত: ১১:০০ এএম, ২৭ আগস্ট ২০১৫

বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলে দেশে বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতে দাম।  গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে দুই দশমিক ৯৭ শতাংশ এবং গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।  বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিইআরসি।

এর ফলে গ্যাসের এক চুলার বিল ৬০০ এবং দুই চুলার বিল ৬৫০ টাকা হয়েছে। বর্ধিত এই মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে বিইআরসি চেয়ারম্যান এ আর খান জানিয়েছেন।

এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।