১২ সদস্যের কমিটি গঠন, পাঁচ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

পুরনো ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে এসে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাংবাদিকদের এ তথ্য জানান।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিজুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস, পুলিশ, কলকারখানা পরিদর্শন অধিদফতর, বিস্ফোরক অধিদফতর, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং কেমিক্যাল ব্যবসায়ী সমিতির একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে আছেন।

বিসিক পরিচালক (প্রকল্প) মো. আব্দুল মান্নান কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন ৪১ জন।

অধিকাংশ লাশ পুড়ে অঙ্গার হওয়ায় তা শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরএমএম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।