‘অগ্নিদগ্ধ ৯ জনের কারও অবস্থাই ভালো না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৮ জন বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এবং গুরুতর অগ্নিদগ্ধ একজন আইসিইউতে।

পোস্ট অপারেটিভে জাকির (শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে) রেজাউল (শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে), সালাউদ্দিন (শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে), হেলাল (শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে), সেলিম (শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে), মুজাফ্ফর (শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে), মাহমুদ (শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে) ও আনোয়ার (শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে)।

dmc

শরীরের ৬০ শতাংশ পোড়া নিয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন সোহাগ।

বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন সাংবাদিদের বলেন, ভর্তি ৯ জনের মধ্যে কারও অবস্থাই ভালো না। প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

dmc

বার্ন ইউনিটে মোট ১৮ জন রোগী এসেছিলেন বলেও জানান সামন্ত লাল।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

dmc

এর আগে, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় দগ্ধসহ আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আরএমএম/এমএএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।