আগুন আর মানু‌ষের লড়াই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

চার‌দি‌কে ঘুটঘু‌টে অন্ধকার। রাজধানীর পুরান ঢাকার চকবাজার চু‌ড়িহাট্টা বড় মস‌জিদসংলগ্ন রাস্তায় হাজারও মানু‌ষের আর্তচিৎকার। সবার কণ্ঠে আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্ব‌নি। মানুষজন যেখা‌নে দ‌া‌ঁড়ি‌য়ে আছে সেখান থে‌কে বেশ খা‌নিকটা দূরে চোখ ঝলসা‌নো তীব্র আলো‌।

চু‌ড়িহাট্টার ওয়া‌হিদ ম্যানশন তখন আগু‌নে জ্বল‌ছে। ফায়ার সা‌র্ভি‌সের ৩৩টি ইউ‌নিট ও স্থানীয় জনগণ আগুন নেভা‌তে প্র‌াণপণ প্র‌চেষ্টা চালা‌চ্ছেন। লড়াই চল‌ছে আগুন আর মানু‌ষে। কে‌মিক্যাল গোডাউ‌নে লাগা আগুন কিছু‌তেই নিয়্ন্ত্র‌ণে আস‌ছে না। রাত ১টার দৃশ্য এ‌টি।

man

রাত ১২টায় এ প্র‌তিবেদক যখন ঘটনাস্থ‌লে পৌ‌ঁছান তখন আগু‌নের মাত্রা অ‌নেক বেশি ছিল। রাস্তায় দাঁড়ানো মানুষ বারবার কা‌ছে যে‌তে বারণ কর‌ছিলেন।

কাছে যে‌তে দেখা যায়, চু‌ড়িহাট্টা বড় মস‌জি‌দের ভেতর থে‌কে ফায়ার সা‌র্ভিস কর্মীরা পাই‌পে পা‌নি সরবরাহ নি‌য়ে আগুন নেভা‌নোর চেষ্টা কর‌ছেন। দুই ঘণ্টার প্র‌চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্র‌ণে এ‌সে‌ছে।

fire

আগু‌নে ওয়া‌হিদ ম্যানসন ছাড়াও আশেপা‌শের বেশ ক‌য়েকটিা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।