চটের ব্যাগে বাজার করতে বললেন মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘নাগরিকরা একটু সচেতন হলেই পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং পলিথিনের বদলে চটের ব্যাগে বাজার করতে হবে।’

বুধবার (ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

মেয়র বলেন, ‘এ শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় লাখো মানুষ বাস করে অথচ বিশ্বের অন্যান্য ভালো শহরে এ পরিমাণ জায়গায় বাস করে ৩-৪ হাজার মানুষ। তাই আমাদের এ শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। আপনাদের একটু সচেতনতাই পারে শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত কাজ করে। আর নাগরিকরা বা দোকনদাররা সকালে এসে ব্যবসায়ীক প্রতিষ্ঠান ঝাড়ু দিয়ে সেই ময়লা রাস্তাতেই ফেলেন। তাহলে সারারাত আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা পরিচ্ছন্ন করে কী লাভ হলো। তাই সবার আগে আপনাদের সচেতন হতে হবে।’

জনসচেতনতার লক্ষ্যে পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ‘আগেকার মানুষ বাজারে যেত চটের ব্যাগ বাসা থেকে নিয়ে, আর মাছ কেনার জন্য খালুই জাতীয় একটা পাত্র ব্যবহার করতো। কিন্তু এখন আমরা খালি হাতে বাজারে গিয়ে বিভিন্ন ব্যাগে বাজার নিয়ে আসি। আর সে ব্যাগগুলো বাইরে ফেলে দেই। এতে আমাদের শহর আরও অপরিচ্ছন্ন হয়। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে। বাসায় গিয়ে বাবা-চাচা, দাদা বা আত্মীয়-স্বজনদের বলবে উনারা যেন চটের ব্যাগ নিয়ে বাজারে যায়। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ্য, পরিচ্ছন্ন শহর উপহার পাবে।’

২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, এফবিসিসিআই পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।

এএস/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।