আরও ১১০ বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আসন্ন মৌসুমে (১৪৪০ হিজরি) হজ কার্যক্রম পরিচালনার জন্য তৃতীয় পর্যায়ের ১১০ বৈধ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়।

বলা হয়, যেসব এজেন্সি হালনাগাদ কাগজপত্র দাখিল করেনি এবং ইতোপূর্বে বিভিন্ন অভিযোগে শাস্তি/জরিমানাপ্রাপ্ত হয়েছে কিন্তু জরিমানার অর্থ জমা দেননি সেসব এজেন্সিসমূহের তালিকা (তৃতীয় পর্যায়ে) প্রকাশ করা সম্ভব হয়নি।

তৃতীয় তালিকায় প্রকাশিত কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ/গুরুতর ক্রুটি পাওয়া গেলে এজেন্সির নাম তালিকা থেকে বাদ দেয়া হবে।

তালিকা দেখতে ক্লিক করুন

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।