ঢাকায় মুনিরীয়ার ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২ মার্চ
বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে ঢাকা গুলিস্তান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে আগামী ২ মার্চ শনিবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক এশায়াত সম্মেলন-১৯ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
সম্মেলন উপলক্ষে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাদে আসর পল্টনস্থ মুনিরী ট্রেড সেন্টার খানকা শরীফে এশায়াত সম্মেলন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন এশায়াত সম্মেলন সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-পরিষদের আহ্বায়করা নিজ নিজ পরিষদের গৃহীত চূড়ান্ত কর্মসূচিসমূহ সভায় উপস্থাপন করেন। এ ছাড়া সম্মেলন বাস্তবায়ন পরিষদের সচিব ছিবগাতুল্লাহ মোহাম্মদ আরিফ, অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ মাসুদ ইকবাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবু কাউছার চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার উল্লাহ, মুহাম্মদ আবদুল মোমেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা আগামী ২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক এশায়াত সম্মেলন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পরিশেষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র নেক নজর ও ফুয়ুজাতের উছিলায় এশায়াত সম্মেলনের সফলতা, বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়।
এমআরএম/জেআইএম