স্কুল ছাত্রীদের সাইকেল দিল মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বগুড়ায় সুবিধা বঞ্চিত স্কুল ও মাদরাসা ছাত্রীদের সাইকেল দিয়েছে মিডল্যান্ড ব্যাংক।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ‘স্বপ্ন যাত্রা’ অংশ হিসাবে বগুড়ার বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসায় অধ্যায়নরত সুবিধা বঞ্চিত ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান এবং শীবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক, বগুড়া শাখার ম্যানেজার মো. আহসান হাবিব, মোকামতলা শাখার ম্যানেজার মো. রেজাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।