বিকেলে বিজিবি মহাপরিচালকের সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৭ আগস্ট ২০১৫

বান্দরবানের থানচির বড়মদকে বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলির ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বান্দরবান গেছেন বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ।

সেখান থেকে ফিরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলন করবেন বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ। বিজিবি সদরদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্টমন্ত্রী এবং বিজিবির মহাপরিচালক হেলিকপ্টারযোগে থানচির বড়মদক এলাকা পরিদর্শনের জন্য যান।

প্রসঙ্গত, বান্দরবানের থানচির তিন্দু এলাকায় সম্প্রতি দুই দফায় ১০টি ঘোড়া আটক করে বিজিবি। এ সকল ঘোড়া আরাকান আর্মি (এএ) বিদ্রোহীদের। ঘোড়া আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি বুধবার সকাল ৯টার দিকে থানচির বড়মদকে বিজিবির উপর গুলি চালায়। এতে বিজিবির নায়েক জাকির হোসেন আহত হন।

এদিকে, বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান এবং মর্টারশেল ছোড়েন। পরে বিজিবির তীব্র প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটে।

এদিকে আহত বিজিবি সদস্য জাকির হোসেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাকির হোসেন আশঙ্কামুক্ত বলে জানান ডাক্তাররা।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।