হাঁস প্রজনন প্রকল্পের মেয়াদ শেষেও গাড়ি জমা দেননি পরিচালক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মকর্তার কাছে অবৈধভাবে দখলে থাকা একটি প্রাডো জিপ উদ্ধার করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক ডা. মাহবুবুল হক প্রকল্পের মেয়াদ শেষেও গত ৮ মাস যাবৎ সরকারি গাড়িটি ব্যবহার করছিলেন।

দুদক কেন্দ্রে অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সোমবার প্রাণিসম্পদ অধিদফতর দুপুর ১২টায় সাদা রঙের প্রাডো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৩৫৫৮) দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।

দুদক কর্মকর্তারা ওই গাড়ির চালকের দেয়া তথ্যে জানতে পারেন, ২০১৮ সালের জুন মাসে ‘হাঁস প্রজনন প্রকল্প’ নামক প্রকল্পের মেয়াদ শেষ হয়। অথচ প্রকল্পের প্রোজেক্ট পরিচালক ডা. মাহবুবুল হক গত ৮ মাস যাবৎ অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন।

গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাথমিক তথ্যাবলি সংগ্রহের পর গাড়িটি অধিদফতর কর্তৃপক্ষের কাছে প্রদান করা হয়।

এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদের এ অবৈধ ব্যবহার ক্ষমতার অপব্যবহারের শামিল, যা প্রাতিষ্ঠানিক সুশাসনের পরিপন্থী। দুদক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’

এমইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।