শিগগিরই প্রকাশ হবে কর ফাঁকিদাতাদের নাম


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৭ আগস্ট ২০১৫

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, দেশের শুল্ক ফাঁকিবাজ ও অসৎ ব্যবসায়ীদে তালিকা তৈরি করা হয়েছে। তদন্ত শেষে খুব শিগগিরই তা প্রকাশ করা হবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন ও বার্ষিক প্রকাশনার মোড়ন উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের রাজস্ব বোর্ডের অধীনে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা দীর্ঘ তদন্ত ও পর্যালোচনার পর জানিয়েছেন যে, দেশের অসৎ ব্যবসায়ী ও শুল্ক ফাঁকিবাজরা যে পরিমাণ শুল্ক ফাঁকি দেন তা যদি আদায় করা সম্ভব হয় তবে দুটো পদ্মা সেতু নির্মাণ সম্ভব।

এনবিআর চেয়ারম্যান বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের কিছু সীমাবদ্ধতা ছিল। তা নিরসনকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রধান কার্যালয় পরিবর্তিত হলো।

তিনি আরো বলেন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরকে আরো বেশি কার্যকরী ও মিডিয়া বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সরাসরি নজরদারি রয়েছে। এই সংস্থা তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশ সাফল্য দেখিয়েছে। রাজস্ব আদায়ে ও অসৎ ব্যবসায়ীদের কারসাজি ধরতে আরো বেশি শক্তিশালী গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য কাস্টম ইনটেলিজেন্সকে তথ্য প্রযুক্তিগত সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আজকের অনুষ্ঠান থেকে অসৎ ও শুল্ক ফাঁকিবাজদের একটা বার্তা দিতে চাই তা হলো খুব শিগগিরই তালিকাভুক্তদের নাম প্রকাশ করা হবে। আশা করছি তারা এই বার্তায় সচেতন হবেন। শুল্ক ফাঁকিবাজি কর্মকাণ্ড বন্ধ করবেন।

উচ্চ আদালতেরও সুনজরদারি চলছে বলেও উল্লেখ করেন তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনার অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। তালিকাভুক্তদের গোয়েন্দা নজরদারিতে রাখার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের নের্তৃত্বে এই কমিটি কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়া শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদফতরে মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, রাজস্ববোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।