ভূমি অফিসকে দালালমুক্ত করতে হবে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, অ্যাসিল্যান্ডদের কানুনগো এবং তহশিলদারদের উপর নির্ভরশীল হওয়া যাবে না। নিজের নেতৃত্ব গুণাবলী দিয়ে অফিস পরিচালনা করার মাধ্যমে ভূমি অফিস দালাল মুক্ত করতে হবে। মানুষকে সেবা দিতে হবে।

রোববার রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চারদিনের ‘১ম বেসিক ভূমি ব্যবস্থাপনা রিফ্রেশার্স কোর্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী সহকারী কমিশনার (ভূমি)/অ্যাসিল্যান্ডদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা চর্চা করতে হবে। অ্যাসিল্যান্ডদের গাড়ি প্রদানের মূল উদ্দেশ্য হলো নিজ দায়িত্বাধীন এলাকায় গণশুনানি করাসহ অন্যান্য দাফতরিক কাজে যেন তারা সহজে যাতায়াত করতে পারেন। সেই সাথে প্রয়োজনে পাশের উপজেলায় যেন তারা সহজে অ্যাসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারেন।

অনেক অ্যাসিল্যান্ড নিজ উদ্যোগে অনেক উদ্ভাবনী কাজ করছেন বলে মন্ত্রী তাদের প্রশংসা করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত অ্যাসিল্যান্ডদের কাছে কর্মক্ষেত্রে তাদের সমস্যার কথা শুনতে চান। সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে দ্রুত যথাযথ ব্যবস্থাগ্রহণে আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই।

এমইউএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।