সন্ধ্যায় আবার মুখোমুখি বোল্ট-গ্যাটলিন


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৭ আগস্ট ২০১৫

২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে  লড়বেন আলোচিত দুই অ্যাথলেট উসাইন বোল্ট এবং জাস্টিন গ্যাটলিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে মুখোমুখি হবেন এ দুই তারকা।

বুধবার হিটের সেমিফাইনালে সহজ জয়ে আরো একটি দ্বৈরথের সূচনা হয় বেইজিংইয়ে। এর আগে ১০০ মিটারেও উত্তেজনা ছড়িয়েছিলেন এই দুই তারকা।

সেমিফাইনালে হিটে ১৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে ফাইনালের টিকেট কাটেন গ্যাটলিন। অপর দিকে চলতি মৌসুমের সেরা পারফরম্যান্সে ১৯.৯৬ সেকেন্ডে দৌড় শেষ করেন বোল্ট।

চলতি মৌসুমে বোল্টের চেয়ে অনেক বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন গ্যাটলিন। তারপরও ১০০ মিটার ইভেন্টে নুন্যতম ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেন বোল্ট। তাই বোল্টকে যারা চিনেন তারা জানেন ফাইনালে সব হিসাব উলোট পালট হয়ে যেতে পারে।

উল্লেখ্য, এই ইভেন্টে বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট। বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে এই রেকর্ড গড়েন তিনি।

আরটি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।