বালোতেল্লিকে বশে আনতে মিলানের নিয়ম


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৭ আগস্ট ২০১৫

ফুটবলের ব্যাড বয় মারিও বালোতেল্লি। বরাবরই মাঠের চেয়ে মাঠের বাইরের কীর্তির জন্য আলোচনায় আসেন তিনি। এক বছর লিভারপুলে কাটিয়ে আবার ফিরেছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। তবে তাকে নিয়ন্ত্রণে চুক্তিতে বিশেষ কিছু আচরণবিধি যোগ করেছে মিলান।
 
বুধবার ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো জানিয়েছে মিলানের প্রধান নির্বাহী আদ্রেয়ানো গাল্লিয়ানি চুক্তিতে বিশেষ কিছু ধারা যোগ করে দিয়েছেন।

চুক্তি অনুযায়ী উদ্ভট পোষাক ও চুলের স্টাইলের জন্য খ্যাত বালোতেল্লিকে ভদ্র পোষাক পরতে হবে! এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইনস্তাগামে বালোতেল্লির কর্মকাণ্ড ক্লাব নিয়ন্ত্রণ করবে!

এছাড়াও পাশাপাশি ধূমপান থেকে বিরত থাকতে হবে এই ২৫ বছর বয়সী তারকাকে। রাতে নাইটক্লাবে যাওয়া যাবে না। নিয়মিত অনুশীলনে আসতে হবে। অ্যালকোহল গ্রহণও খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

আরটি/এআরএস/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।