অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে ফোন করুন ১০৯৮ নম্বরে


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৭ আগস্ট ২০১৫

‘আপনার বাড়ির অনুষ্ঠানে খাবার অতিরিক্ত হলে অনুগ্রহ করে ফেলে দিবেন না। ১০৯৮ নম্বরে ফোন করুন। চাইল্ড হেল্প লাইন থেকে এসে খাবারগুলো নিয়ে যাবে। আপনার অতিথিদের খাওয়ানোর পর বেঁচে যাওয়া খাবারটুকু অভুক্ত বা অর্ধভুক্ত শিশুগুলোর মুখে কি তুলে দেবেন না?’

অত্যন্ত মর্মস্পর্শী এ আবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে লাখ লাখ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সবার মনে একটিই প্রশ্ন কে বা কারা এই পোষ্টটি দিয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ এর মাধ্যমে বাংলাদেশে অসহায় ও হারিয়ে যাওয়া শিশুদের সহায়তায় টোল ফ্রি ১০৯৮ নম্বরে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে।

জাগো নিউজের এ প্রতিবেদক ফেসবুকে দেয়া এই পোষ্টটি সম্পর্কে বুধবার সন্ধ্যায় ১০৯৮ সেবা কর্মসূচির প্রকল্প সমন্বয়ক মোহাইমেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ফেসবুকের পোষ্টটি তাদের নয়। তারা খোঁজ নিয়ে জেনেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রদীপ রায় নামে এক ব্যক্তির মাধ্যমে এটি ফেসবুকে এসেছে।

তিনি জানান, বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও নেপালসহ বিভিন্ন দেশে শিশুদের সহায়তায় ১০৯৮ সেবা  চালু রয়েছে। কিন্তু পোষ্টটি তাদের না হলেও মানবিক আবেদনধর্মী এ পোষ্টটিতে সাড়া  দিয়ে কেউ যদি অসহায় দরিদ্র শিশুদের অনুষ্ঠানে অতিরিক্ত বেঁচে যাওয়া খাবার দিতে চান তাহলে তারা সানন্দে গ্রহণ করবেন। তবে তা অবশ্যই নষ্ট খাবার হওয়া চলবে না। সত্যিই যদি কেউ শিশুদের ভালবেসে দিতে চান তবে যে খাবার পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনকে খাওয়ান সে খাবারই দিবেন।

তিনি জানান, অপরাজেয় বাংলাদেশের অধীনে বর্তমানে সারাদেশে ১০ হাজার ৮০০ শিশু নানাভাবে সহায়তা পাচ্ছে। তাদের অধীনে ২৪টি আশ্রয় কেন্দ্র পরিচালিত হচ্ছে। ফলে কোন বিয়ে, বৌভাত ও মুসলমানিসহ বিভিন্ন অনুষ্ঠানে যদি অতিথিদের জন্য তৈরি খাবার বেঁচে যায় তবে তারা ১০৯৮ হেল্প লাইনে টেলিফোন করে জানালে তাদের কর্মীরা গিয়ে তা সংগ্রহ করবে। তবে খাবার কোনভাবেই নষ্ট হওয়া চলবে না বলে তিনি জানান।

এমইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।