ভূমধ্যসাগরে ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা থেকে প্রায় ৫০ জনের লাশ উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। বুধবার নৌকাটি থেকে সুইডিশ নৌযান পোজেডন আরো ৪৩০ জনকে জীবিত উদ্ধার করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
ইতালিয়ান কোস্টগার্ডের মুখপাত্র বলেন, সাম্প্রতিককালে লিবিয়া উপকূলে যে ১০টি অভিযান চালানো হয় বুধবারের অভিযান তার মধ্যে একটি। এর আগে চলতি মাসের শুরুর দিকে একটি নৌকা থেকে ইতালিয়ান নৌবাহিনী ৪৯ জনের লাশ উদ্ধার করে।
লিবিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। গত কয়েক মাসে অবৈধ পথে দেশ ছাড়তে গিয়ে ২ হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। জীবিত উদ্ধারও হয়েছেন হাজার হাজার মানুষ। আর ইউরোপে যেতে সক্ষম হয়েছেন আড়াই লাখের মতো।
আরএস/আরআইপি