বাঁশখালীতে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দু’জন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক সড়কে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রহিমা বেগম (৪৮) ও সুমাইয়া আক্তার (১৩)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায়।

আহতরা হলেন- অটোরিকশা চালক জামাল হোসেন (২৮) এবং যাত্রী তড়িৎ কান্তি গুহ (৪৮)। তাদের বাঁশখালীর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অটোরিকশাটি বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল, আর কাভার্ডভ্যানটি শহর থেকে বাঁশখালীর দিকে। পরস্পরকে সামনাসামনি অতিক্রম করতে গিয়ে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। অটোরিকশার চালক ও যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।