সোহরাওয়ার্দীর রোগীরা নিরাপদে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের সবাই নিরাপদে আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে জাগো নিউজকে তিনি এসব তথ্য জানান।

আগুনের খবর পেয়েই অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ঘটনাস্থলে ছুটে যান। তার উপস্থিতিতে রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে। রোগীদের মধ্যে যারা একটু বেশি অসুস্থ তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। রোগীরা সবাই নিরাপদে আছে।

এর আগে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

এমইউ/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।