খোঁপায় গোলাপ, হাতে বই

আবু আজাদ
আবু আজাদ আবু আজাদ , নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

অনেকেই বলেন, ভালোবাসার জন্য আবার আলাদা করে দিনক্ষণ কিসের? ভালোবাসা সর্বজনীন, ভালোবাসা জন্ম-জন্মান্তের। কিন্তু ভালোবাসার মানুষগুলোর যে একটি উপলক্ষ দরকার! একে অপরের আরও কাছে আসার, আরও বেশি করে ভালোবাসার জন্য। আর তাইতো আজ বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামের তরুণ-তরুণীরা ব্যস্ত এই দিনটিকে নিয়ে। প্রাণে প্রাণে ছড়িয়ে দিচ্ছে ভালোবাসার উষ্ণতা। কারণ আজ বিশ্ব ভালোবাসা দিবস।

মূলত গতকাল থেকেই লক্ষ্য করা গেছে ভালোবাসার উষ্ণ পরশ নগরের পড়তে পড়তে। হলুদ কমেছে চারপাশে, সবকিছুই আজ যেন লাল রঙের দখলে। ফাগুনের রং যদি হলুদ হয় তাহলে ভালোবাসার কী?- লাল? অবশ্য সেটা জানান দিল নগরের ডিসি হিল, সিআরবি আর একুশে বইমেলায় আসা কপোত-কপোতীদের স্রোত।

ctg-3

এক হাতে লাল গোলাপ অন্য হাতে প্রিয়জনের হাত ধরে ঘুরতে এসেছেন অনেকে। সাজেও ভালোবাসার আমেজ। তরুণীরা লাল রঙের শাড়ি, চুড়ি আর টিপের পাশাপাশি খোঁপায় বেঁধে নিয়েছিলেন লাল গোলাপ টায়রা। সাজে পিছিয়ে নেই তরুণরাও। রঙ-বেরঙের পাঞ্জাবি, আর নানা ঢংয়ের ফতুয়া পরে এসেছেন।

শুধু যুগলরা এসেছেন তা কিন্তু নয়। ভালোবাসার দিনে বন্ধু বা বান্ধবীদের সঙ্গেও ঘুরতে এসেছেন অনেকে। নগরের ডিসি হিলে কথা হয় তেমনই কয়েকজন তরুণীর সঙ্গে। তাদের ভাষায়, ‘কেউ কেউ কোনো একজনকে বিশেষভাবে ভালোবাসতেই পারে, তাই বলে বান্ধবীরা পরস্পরকে ভালোবাসতে পারবে না-এমন তো নয়। তাই আজ সবাই মিলে ঘুরছি, মজা করছি।’

নগরের এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় কথা হয় সদ্য বিবাহিত সিলভী ও শাহীন দম্পতির সঙ্গে। জানান, আজই প্রথম অমর একুশে বইমেলায় এসেছেন তারা। বিয়ের পর আজই প্রথম ঘুরতে বেড়ুনো। পাশাপাশি চলছে বই কেনা। তারা বলেন, ‘উপন্যাস পড়তে ভালো লাগে। তাছাড়া নজরুল, রবীন্দ্রনাথ পছন্দের লেখক।’ তাদের লেখা কয়েকটি বই কিনবেন বলে জানান সিলভী ও শাহীন।

ctg-2

এদিকে বুধবারের পহেলা ফাল্গুন আর আজকের ভালোবাসা দিবস-সব মিলিয়েই গত দুইদিনের বেচাবিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা। তবে কেউ কেউ বলেন, ‘ভিড় মোটামুটি হলেও গতকালের তুলনায় বেচা-বিক্রি কম।’দেখা গেছে, রঙ-বেরঙের সাজ নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এক স্টল থেকে অন্য স্টলে। পছন্দ হলে কিনে নিচ্ছেন প্রিয় লেখকের বইটি।

বইমেলায় ব্যতিক্রমধর্মী প্রকাশনা ‘পেন্সিল’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহিত্যচর্চা করা লেখকদের নির্বাচিত গল্প, কবিতা, ছড়া, ভ্রমণ কথা নিয়েই ৫২টি বই প্রকাশ করেছে পেন্সিল প্রকাশনী। পেন্সিলের স্থায়ী সদস্য সাইফ জাগো নিউজকে বলেন, ‘পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে ভালো বেঁচাকেনা হবে সেটা আগ থেকেই ধারণা করেছিলাম। তবে যতটুকু আশা করেছিলাম তার কাছাকাছি হচ্ছে না, কিন্তু খারাপ না।’

ctg-4

ভালোবাসা দিবস হওয়ায় কবিতার বই ভালো বিক্রি হচ্ছে। অক্ষরবৃত্ত প্রকাশনীর বিক্রেতা সানজিদা জানান, নীলিমা শামীমের লেখা ‘আগুনে লেখা সোনালী কাবীন’ বইটি ভালো বিক্রি হচ্ছে।

মেলায় আকর্ষণীয় স্টলগুলোর একটি কুঁড়েঘর প্রকাশনী। বাঁশ দিয়ে তৈরি এ স্টলে আছে হরেক রকমের বই। বিক্রেতা লাবনী জানালেন, তারা ঢাকা থেকে এবারই প্রথম চট্টগ্রামে মেলা করতে এসেছেন। নতুন বই এসেছে ১৫টি।

আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রামের অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘আকাশের ঠিকানায় চিঠি লিখো’। আজ বিকেল সাড়ে তিনটায় শুরু হবে অনুষ্ঠানটি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গীতিকার কবির বকুল ও শিল্পী দিনাত জাহান মুন্নীসহ বিশিষ্টজনেরা।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।