শাহজালালে ভিভিআইপি ও ভিআইপিদের সঙ্গে দু’জনের বেশি নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে ভিভিআইপি ও ভিআইপি প্রবেশাধিকারপ্রাপ্ত যাত্রীদের সঙ্গে দুইজন নিকটতম আত্বীয় লাউঞ্জে প্রবেশ করতে পারবেন। আগে এই সংখ্যা ছিল তিনজন।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব এম এ আব্দুল মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সংশোধনীমূলক নোটিশ জারি করা হয়েছে।

এ নোটিশ কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, অতীতের মতো ভিভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) ও ভিআইপি (গুরুত্বপূর্ণ ব্যক্তি) প্রবেশাধিকারপ্রাপ্ত যাত্রীদের সঙ্গে লাউঞ্জে প্রবেশ করতে পারবেন তাদের বাবা, মাতা, স্বামী, স্ত্রী, ছেলে, পুত্র বধু, মেয়ে ও জামাতা। এদের মধ্যে যে কোনো দুজন প্রবেশাধিকারপ্রাপ্তদের আগমন ও বহির্গমনের সময় ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।

ইতোমধ্যে ভিভিআইপি ও ভিআইপি যাত্রীদের নিরাপত্তা প্রটোকল মানার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ভিআইপিদের প্রটোকলে নিয়োজিত লোকেরা যেন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা অতিক্রম না করেন সেজন্য সরকারের সব মন্ত্রীকেও দাফতরিক চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

আরএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।