বিটিসিএলের সব ধরনের বিল দেয়া যাবে বিকাশে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

এখন থেকে বিকাশের মাধ্যমে বিটিসিএলের সব ধরনের বিল পরিশোধ করা যাবে। এই সুবিধা চালু করতে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী মাধ্যম বিকাশের সঙ্গে রাষ্ট্রয়াত্ত  টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চুক্তি হয়েছে।

এই চুক্তির ফলে বিটিসিএলের প্রায় ৭ লাখ গ্রাহক বিকাশ অ্যাপের ‘বিল পে’ অপশন থেকে খুব সহজেই বিলের পরিমাণ জানতে এবং বিল পরিশোধ করতে পারবেন। অ্যাপের পাশাপাশি ইউএসএসডি চ্যানেলের মাধ্যমেও গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি বিটিসিএলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশীদ এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর চুক্তি বিনিময় করেন। এতে বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বিটিসিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।