ছাত্রলীগকে খবরের শিরোনাম না হওয়ার আহ্বান


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৬ আগস্ট ২০১৫

ছাত্রলীগকে খবরের শিরোনাম না হওয়ার আহ্বন জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বন জানান। হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, আমি মনে করি বঙ্গবন্ধুর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং আওয়ামী লীগের ভাবমূর্তি আগের মতোই থাকবে। প্রত্যেক দিন আপনি মানুষের দৃষ্টি আর্কষণ করতে পারেন। আপনাকে দেখেই যেন মনে করে আপনি বঙ্গবন্ধুর কর্মী।

তিনি বলেন, আমাদের যে সমস্ত জিনিস আজকে নেত্রীকে পিড়া দেয় সেটা সবার সামনে বলা ঠিক হচ্ছেনা। তবে আমরা যেন খবরের শিরনাম না হই।

মোস্তাফিজুর রহমান বলেন, এমন অপরাধও তো কেউ করছেনা যা গোপন করতে হবে । দুই একজন সমস্ত কিছুতে কালিমা যুক্ত করছে, তা হতে দিবো না।

তিনি বলেন, আমি মনে করি, আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন তা দিয়ে ইচ্ছা করলে প্রতিদিন আমরা একজন মানুষকে শেখ হাসিনার দিকে আর্কষিত করতে পারি। আমাকে দেখেই যেন মনে করে লোকটাতো ভাল। এ দেশের মানুষ এতো ভাল যে একটু ভাল মনে করলে একদম ভাল মনে করে। আবার একটু খারাপ মনে করলে একেবারেই খারাপ মনে করে।

হল শাখা ছাত্রলীগের সভাপতি সায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আফতাব উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এইচ এম মোস্তফা কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমূখ।

এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।