সাংসদ জ্যাকবকে ‘টাওয়ার’ নিয়েই সন্তুষ্ট থাকতে বললেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী ভোলা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে তার নিজ এলাকায় তার নামে টাওয়ার নিয়ে সন্তুষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে এলাকার কথা বলছেন, ওখানে কিন্তু “জ্যাকব টাওয়ার” হয়ে গেছে। আমার মনে হয়, সেই “জ্যাকব টাওয়ার” দেখতেই বহু লোক যায়। আমার মনে হয়, এটা নিয়েই উনার সন্তুষ্ট থাকা উচিত।’

বুধবার জাতীয় সংসদে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

সম্পূরক প্রশ্নে সাংসদ জ্যাকব তার নির্বাচনী এলাকায় অতীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি করে সেখানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বা সরকারি কোনো প্রতিষ্ঠান করার কথা বলেন। তার এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভোলার বিবরণ দিয়েছেন। যখনই যে সরকার এসেছে ভোলায় কিন্তু কেউ না কেউ মন্ত্রী থেকেছেন। আর ভোলার উন্নয়ন হয়েছে এতে কোনো সন্দেহ নেই। মাননীয় সংসদ সদস্য যে এলাকার কথা বলছেন, ওখানে কিন্তু “জ্যাকব টাওয়ার” হয়ে গেছে। আমার মনে হয়, সেই “জ্যাকব টাওয়ার” দেখতেই বহু লোক যায়। আমার মনে হয়, এটা নিয়েই উনার সন্তুষ্ট থাকা উচিত।’

এইচএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।