প্লাস্টিক-পলিথিনের দূষণরোধে আইন সংশোধন করবে সরকার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্লাস্টিক ও পলিথিনের দূষণরোধে প্রয়োজনে সরকার আইন সংশোধন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

তিনি বলেন, দেশে প্লাস্টিক ও পলিথিনের দূষণ বাড়ছে। এটি দেশের জাতির ও বিশ্বের ক্ষতি করছে। দূষণরোধে প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে পরিবেশ অধিদফতর, বিশ্বব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ‘সাসটেইনেবল মানেজমেন্ট অব প্লাস্টিক টু লিভারেজ সার্কুলার ইকোনমি অ্যান্ড এচিভ এসডিজি ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্লাস্টিক ও পলিথিনের ব্যবস্থাপনার জন্য সারাদেশে যুগপৎ কর্মসূচি হাতে নেয়া হবে। সুষ্ঠু কর্মপরিকল্পনা ও পাইলট প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে জনগণকে সচেতন করে তোলা হবে।

shahad

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার মাগদা লাভ ই প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্পমূল্য, সহজলভ্যতা ও ব্যবহারিক উপযোগিতা থাকায় নগর জীবনের অনুষঙ্গ হিসেবে গত কয়েক দশকে প্লাস্টিকসামগ্রী (প্লাস্টিক, পলিব্যাগ, প্লাস্টিক মোড়ক ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী ) পণ্যের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

তারা বলেন, বিশ্বে প্রতি বছর ৮০ লাখ টনের বেশি প্লাস্টিক সমুদ্রে পতিত হচ্ছে অর্থাৎ প্রতি মিনিটে এক ট্রাক প্লাস্টিক আবর্জনা সমুদ্রে স্থান পাচ্ছে। এ ছাড়া বিশ্বে ৮০ থেকে ১২০ বিলিয়ন ডলার প্লাস্টিক সামগ্রী সুস্ঠু ব্যবস্থাপনার অভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।