মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানেকালে অবৈধভাবে এলইডি বিজ্ঞাপন প্রচারের অভিযোগে বনলতা সুইটসকে ৫০ হাজার এবং ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে মেজবান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

dncc4

মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্টেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া অভিযানকালে রাস্তা ও ফুটপাত থেকে ৪০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

dncc4

ডিএনসিসি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

dncc4

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম এ রাজ্জাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শফিউল আজম।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।