ভোট গ্রহণ শেষ : চলছে গণনা


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ আগস্ট ২০১৫

আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।

এর আগে বুধবার সকাল ১০টায় সারাদেশের সঙ্গে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোট কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। মাঝখানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতির পর একটানা ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ঢাকা বার ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে দেখা গেছে ভোট দিতে। দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্র এবং বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছাসহ দেশের ১২ উপজেলা পর্যায়ের দেওয়ানি আদালত অঙ্গণের ভোটকেন্দ্র থেকেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এফএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।