১৬৮ দেশে কর্মী পাঠায় বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, বিশ্বের ১৬৮টি দেশে বাংলাদেশের কর্মী পাঠানো হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদে ময়মনসিংহ-৯ আসনের এমপি আনোয়ারুল আবেদীন খানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিদেশগামী কর্মীদের সব তথ্য ডাটাবেজে সন্নিবেশন করা হয়। ভবিষ্যতে বিদেশফেরত কর্মীদের জন্য পৃথক ডাটাবেজ প্রস্তুতের পরিকল্পনা সরকারের আছে। বিদেশফেরত কর্মীদের ডাটাবেজ তৈরির পর বিদেশে কর্মরত কর্মীদের উপজেলাভিত্তিক তথ্য প্রদান সম্ভব হবে।

তিনি বলেন, দেশের সব জেলা হতে বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কোনো কোটা অনুসরণ করা হয় না। তবে অভিবাসনে পিছিয়ে পড়া জেলাগুলোকে আরও উৎসাহিত করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলা হতে প্রতি বছর গড়ে এক হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

এইচএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।