বরগুনায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৬ আগস্ট ২০১৫

বরগুনার আমতলীতে ভোটকেন্দ্র পোড়ানোর মামলায় জেলা ড্যাব সভাপতি ডা. খালেক নিজামসহ বিএনপির আট নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার সকালে বরগুনা জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ বারেকুজ্জামান তাদের আবেদন নামঞ্জুর করেন।

জানা গেছে, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের যুগিয়া রেজিস্ট্রি (বর্তমানে সরকারি) প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পোড়ানোর অভিযোগে ড্যাব সভাপতি ডা. খালেক নিজামসহ ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন আমতলী থানা পুলিশের এসআই মাসুদ হোসেন।

এ মামলায় জেল হাজতে যাওয়া অপর আসামিরা হলেন, ড্যাব সভাপতি ডা. খালেক নিজামের ছেলে নাজমুল (২৫), ভাইয়ের ছেলে হাসিব (২৫), আব্দুল মজিদ খান (৬৭), মো. মিজানুর রহমান (৩৩), খোকন (২৫) কালাম (৩৫) এবং বারেক তালুকদার (৪৫)।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।