জঙ্গি অর্থায়ন : তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ


প্রকাশিত: ১২:১১ পিএম, ২৬ আগস্ট ২০১৫

জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৬৪ ধারায় তিন আইনজীবীর জবানবন্দি গ্রহণ শেষ এ আদেশ দেন আদালত।

বুধবার দুপুর ২টা ২০ মিনিটে জবানবন্দি গ্রহণ শেষ হয়। এর আগে দুপুর একটায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। প্রথমে জবানবন্দি দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। এরপর একে একে জবানবন্দি দেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন। জবানবন্দি রেকর্ড করেন চট্টগ্রাম জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আলম।

চলতি বছরের ১৮ আগস্ট জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেফতারের পর চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় চারদিনের রিমান্ডে নেয় র‌্যাব।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।