এক মাসের ছুটি পেয়ে আবারো বিতর্কে মুন্নাভাই


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৬ আগস্ট ২০১৫

দিন কয়েক আগেই ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে কারাগারে বসে মেয়ের জন্মদিন পালন করলেন বলিউডের ‌‘মু্ন্না ভাই’ সঞ্জয় দত্ত। এবার অসুস্থ মেয়ের পাশে থাকতে কারাগার থেকে বাড়ি ফিরছেন স্বজন খ্যাত এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এক মাসের জন্য প্যারোলে মুক্ত হয়ে বাড়ি যাচ্ছেন সঞ্জু বাবা। এর আগে মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে গত জুন মাসে ছুটির আবেদন করেন সঞ্জয়। তার এই আবেদন মঞ্জুর করেছেন পুণে সংশোধনাগারের ডিভিশনাল কমিশনার। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগির বাড়ি ফিরবেন তিনি।

এদিকে সঞ্জয় দত্তের এত ঘনঘন ছুটির আবেদন মঞ্জুর করা নিয়ে আবারো বিতর্কের মুখে পড়েছে মহারাষ্ট্র সরকার। বেশ কিছু সংগঠন এর প্রতিবাদ করে নিন্দা জানিয়েছেন। তাদের প্রশ্ন হলো, একজন সেলেব্রিটি বলেই কি অপরাধী হওয়া সত্বেও বারবার কারাগার থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরতে পারেন সঞ্জয়? আদালত ও সরকার এই অভিনেতার প্রতি যে আচরণ করছে সেটি কি একজন সাধারণ অপরাধী হলেও করতেন? তাকে মেয়ের অসুস্থতার জন্য পাশে থাকতে এক মাসের ছুটি দিতেন? তাছাড়া, সোশাল মিডিয়াতেও সঞ্জু বাবার প্যারোলে মুক্তি নিয়ে চলছে পক্ষ-বিপক্ষের চুলচেরা বিশ্লেষণ।

এর আগে গেল বছরের ডিসেম্বর মাসের শেষে ২ সপ্তাহের সাময়িক ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। তার প্যারোলের মেয়াদ শেষ হয় এই বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ। নির্ধারিত সময়ের পরেও জেলে ফেরেননি সঞ্জয়। তারও আগে ২০১৩ সালের অক্টোবর মাসে ২৮ দিনের প্যারোলে ছুটিতে বাড়ি ফিরেছিলেন সঞ্জয়। এরপর আবার ওই একই বছরের ডিসেম্বর মাসে ফের ২৮ দিনের ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। যা নিয়ে প্রতিবারই চরম বিতর্কের মধ্যে পড়তে হয় মহারাষ্ট্র সরকারকে। এবার মিললো এক মাসের ছুটি। জেল সূত্রে খবর, জামিনের মেয়াদ আরও বাড়তে পারে।  

প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত হন সঞ্জয় দত্ত।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।