আরও চার সংসদীয় স্থায়ী কমিটি গঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

একাদশ সংসদের আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। কমিটিগুলো হলো- জনপ্রশাসন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত কমিটি।

সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পক্ষে কমিটিগুলো গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে সেগুলো গঠিত হয়। এ পর্যন্ত মোট ৩৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো।

কমিটিগুলো হলো-

জনপ্রশাসন মন্ত্রণালয় : সভাপতি- এইচ এন আশিকুর রহমান। সদস্যরা হলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহম্মুদ আলী, আ. শ ম ফিরোজ, হাফিজুর রহমান, র আ ম ওবায়দুর মোক্তাদির চৌধুরী, দীপঙ্কর তালুকদার ও পনীর উদ্দীন আহমেদ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় : সভাপতি-মির্জা আজম। সদস্যরা হলেন- মন্ত্রী গোলাম দস্তগীর গাজি, ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রঞ্জিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, বেগম শাহীন আক্তার ও আবদুল মোমিন ম-ল।

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় : সভাপতি- ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সদস্যরা হলেন-প্রতিমন্ত্রী- আশরাফ আলী খান খসরু, শহিদুল ইসলাম, বি এম কবিরুল হক, মাহবুবুল আলম হানিফ, শহিদুল ইসলাম বকুল, ছোট মনির ও মোজাফ্ফর হোসেন।

বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত কমিটি : সভাপতি-শেখ ফজলে নূর তাপস, সদস্যরা হলেন- সাহারা খাতুন, মোস্তাফিজুর রহমান, মোসলেউদ্দীন, কামরুল ইসলাম, আবদুল মতিন খসরু, সেলিম আলতাফ জর্জ ও শরিফুল আলম জিন্না।

এইচএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।