নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি শিগগিরই : তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি শিগগিরই করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাংবাদিক বান্ধব। সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে। এই কমিটি ইতোমধ্যে বিভিন্ন স্টেকহোল্ডার ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকও করেছে। আমরা আশা করছি, নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি শিগগিরইকরে তা বাস্তবায়ন করা হবে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক সম্পূরক প্রশ্নে জবাবে মন্ত্রী একথা বলেন।

সরকারি দলের সদস্য আব্দুল মান্নানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, শিগগিরই বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া অফিসের কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বিরোধী দলের সদস্য নাসরিন জাহান রতনার আরেক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের সব অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনা হবে। ইতোমধ্যে বেশকিছু অনলাইন মিডিয়ার তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

এইচএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।