দুই ব্যক্তির পাকস্থলীতে দুই হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ। তাদের পাকস্থলীতে দুই হাজার পিস ইয়াবার সন্ধান পেয়ে বিশেষ উপায়ে সেগুলো বের করে আনা হয়।

রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর নাম- মো. মামুন (২৫) ও মো. মফিজুল ইসলাম (২৬)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, উত্তরখানের ফকিরের টেক, উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুইজনকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তাদের পেটের মধ্যে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে পায়ুপথে সেগুলো বের করে আনা হয়। দুইজনের কাছ থেকে মোট দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের জানায়, তারা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিশেষ কৌশলে পলিথিনে স্কচটেপ দিয়ে মুড়িয়ে পাকস্থলীতে করে নিয়ে এসে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।

এ ঘটনায় উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এআর/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।